সমন্বিত নাবিক(রেটিং) ভর্তি 2023 (গ্রীষ্মকালীন), নৌপরিবহন অধিদপ্তর, নৌপরিবহন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

FAQ

নৌপরিবহন অধিদপ্তর, মতিঝিল, ঢাকা, সকল সরকারী ও বেসরকারী ইন্সটিটিউট এর ভর্তির প্রক্রিয়া সমন্বিতভাবে সম্পন্ন করে থাকে।

ন্যাশলাম মেরিটাইম ইন্সটিটিউট চট্টগ্রাম ও ন্যাশলাম মেরিটাইম ইন্সটিটিউট মাদারীপুর এই ২ টি সরকারী বাকি সব কয়টি বেসরকারী।

না। এটা নৌ পরিবহন অধিদপ্তরের আয়োজনে মেরিটাইম প্রশিক্ষণ কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি।

না। এটা প্রশিক্ষন কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি।

এই প্রশিক্ষণ কোনো সরকারী চাকুরীর নিশ্চয়তা প্রদান করে না।

এটা সমুদ্রগামী জাহাজের জন্য প্রশিক্ষণ, তাই আপনার চাকুরী সমুদ্রগামী জাহাজে হবে।

যেকেনো পড়াশুনা সম্পন্ন করার পরে চাকুরীতো নিজেকে খুঁজে নিতে হয়। তবে এখানে চাকুরী পওয়ার জন্য স্ব স্ব ইন্সটিটিউট সহযোগীতা করবে এবং বেসরকারী ইন্সটিটিউট নিজ দায়িত্বে চাকুরী নিশ্চিত করে দিবে।

এসএসসি পাশের ক্ষেত্রে বয়সসীমা ১৬-২৫, ডিপ্লোমাধারীদের জন্য ২০-৩৫ এবং অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্যদের জন্য ২৫-৪৫ বছর।

এসএসসি তে ২.৫ বা সমমানের জিপিএ থাকলে আবেদন করা যাবে। (বিজ্ঞপ্তিতে পরিবর্তন হলে সেটা প্রযোজ্য হবে)

না, আপনি আপনার সুবিধামত ভর্তি হতে পারবেন না। ভর্তি পরীক্ষার মেধা এবং পছন্দক্রম অনুযায়ী আপনি যে ইনস্টিটিউট এ চান্স পাবেন সেখানে ভর্তি হতে হবে।

যদি এসএসসি পাশের সদন দিয়ে আপনার বয়স থাকে তাহলে করতে পারবেন। কিন্তু ডিপ্লোমা ক্যাটাগরীতে করতে পারবেন না।

হ্যাঁ, আপনি আবেদন করতে পারবেন। তবে মৌখিক এবং ভর্তির সময় আপনাকে মূল সনদ প্রদর্শন করতে হবে।

না।

ন্যূনতম ৫’২”

ওজন বিএমআই চার্ট অনুযায়ী হতে হবে, বিএমআই ন্যূনতম ১৭ এবং সর্বোচ্চ ২৭। এটা আপনার উচ্চতার সাথে সম্পর্কযুক্ত। যেমন আপনার উচ্চতা যদি ৫’২” হয় তাহলে আপনার ওজন ৪২-৬৭ কেজি এর মধ্যে থাকতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী ডেক এর জন্য চশমা ছাড়া ৬/৬ এবং অন্যান্য রেটিং এর জন্য চশমা ছাড়া ৬/১২ হলে আপনি আবেদন করতে পারবেন।

কোনো অভিজ্ঞ চোখের ডাক্তারের মাধ্যমে পরীক্ষা করে জানতে হবে।

না।

ডেক এ আবেদনের জন্য আপনার চোখের দৃষ্টি ৬/৬ হতে হবে।

হ্যাঁ। এখানে ২ টি ক্ষেত্রে কোটার সুবিধা আছে। (১) আপনি যদি সিডিসি ধারী কারও সন্তান হন আপনাদের জন্য ৫% এবং (২) আপনি যদি অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য হন আপনাদের জন্য ১০% কোটা সুবিধা আছে। অন্য কোনো কোটা প্রযোজ্য নয়।

এটা নির্ভর করে আপনি যেখানে চাকুরী নিবেন সেখানের নিয়ম অনুযায়ী।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত বয়সসীমা এবং অন্যান্য যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এখানে আবেদন কতবার করেছেন সেটা দেখা হয় না।

প্রি-সী রেটিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য প্রতি বছর নৌপরিবহন অধিদপ্তর ২ বার বিজ্ঞপ্তি প্রকাশ করে। উক্ত বিজ্ঞপ্তির সময় অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শেষে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে ২ টি সরকারী (ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট চট্টগ্রাম ও মাদারীপুর) ও সরকার অনুমোদিত বেসরকারী ইন্সটিটিউট সমূহে নির্বাচিত করা হয়। ভর্তি পরীক্ষায় নির্বাচিতদের চক্ষু পরীক্ষা করা হয়। সকল ধাপে উত্তীর্ণ হলে নির্দিষ্ট আসন সংখ্যার বিপরীতে ছাত্র ভর্তি করা হয়।

প্রশিক্ষণটি ৬ মাসের। খরচ স্বস্ব ইন্সটিটিউট এর নিয়ম অনুযায়ী হয়ে থাকে।

নাবিক (রেটিং) ২০২৩ (গ্রীষ্মকালীন) সেশনের মেখিক পরীক্ষার তারিখ এখনও নির্ধারিত হয় নাই। পরবর্তীতে জানানো হবে।